• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

ক্যাপ্টেন ইব্রাহীম একাডেমিতে আমেরিকা এ্যাম্বেসীর প্রতিনিধির মতবিনিময়

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব কোনাগাঁও ক্যাপ্টেন ইব্রাহীম একাডেমিতে আমেরিকা এ্যাম্বেসী, ঢাকা এর সহযোগিতায় এমপাওয়ারমেন্ট এন্ড হিউমেন ডেভেলাপমেন্ট সোসাইটি কর্তৃক আমেরিকা এ্যাম্বেসীর সিনিয়র প্রোগ্রাম এডভাইজার (পাবলিক এফয়ার্স সেকশন) ফারহা সারওয়ার্দীর সাথে গত বুধবার বিকাল ৫টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন।
ক্যাপ্টেন ইব্রাহীম একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমপাওয়ারমেন্ট এন্ড হিউমেন ডেভেলাপমেন্ট সোসাইটি (ইএইচডিএস) এর সিইও মোছাম্মৎ বদরুন্নেছার সভাপতিত্বে “ইমপ্রোভিং লিডারশিপ স্কিল অফ মাইনোরিটি গার্লস ইন কমলগঞ্জ” শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাপ্টেন ইব্রাহীম একাডেমির পরিচালক কাজি ওয়ালী উদ্দিন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারুক আহমদ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মণিপুরী সাংস্কৃতিক সংঘের চন্দ্র কীর্তি সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ, ঝর্ণা রানী সিনহা, দিপ্তী রানী সিনহা, মো: সোহেল, আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী কাজী নওসিন তাবাসসুম ও ফাহিমা ইসলাম ঐশী। মতবিনিময় সভায় মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, স্থানীয় নারী উদ্যোক্তা মোছাম্মৎ বদরুন্নেছার একক উদ্যোগে ২০১৩ সালে স্থাপিত কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব কোনাগাঁও ক্যাপ্টেন ইব্রাহীম একাডেমি স্থাপিত হয়। কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকেও শিক্ষা বিস্তারে নারী উদ্যোক্তা বদরুন্নেছার মহৎ উদ্যোগে ইংলিশ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ