• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

অপহৃত কিশোরী সাত দিন পর উদ্ধার

আপডেটঃ : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা থেকে কিশোরী অপহরণের সাতদিন পর রবিবার সকালে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
উদ্ধারকৃত কিশোরী হলো, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, তেলিরচালা পশ্চিমপাড়া এলাকার মো. হুমায়ুন কবীরের মেয়ে (১৪)। সে উপজেলার মৌচাক স্কাউট হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীর নিজ বাসা হইতে ১৫/০৯/২০১৮ইং তারিখে বিকেল ৩:৩০ মিনিটে বাহির হইয়া যায়। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফিরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে। পরে অপহৃত কিশোরীর সহপাঠির নিকট জানতে পারে ঐ দিন বিকেলেই মাদারীপুর জেলার শিবচর থানার বাখোরেরকান্দি পুনঃবাসন কেন্দ্র/হাল সাং- কালিয়াকৈর উপজেলার তেলিরচালা দারগালীর বাড়ী এলাকার ইসমাইল শেখের ছেলে মো. ইমন শেখ (১৮) অজ্ঞাতনামা ২/৩ জনকে  সঙ্গে নিয়ে অজ্ঞাত নম্বরের একটি প্রাইভেট কার যোগে তুলিয়া অপহরণ করিয়া নিয়ে যায়। পরে কিশোরীর পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ১৭/০৯/২০১৮ ইং তারিখে একটি অপহরণের মামলা করে। যাহার মামলা নং- ২৪। মামলার ভিত্তিতে পুলিশ ১নং আসামীসহ ভিকটিমকে গাজীপুরের কালিগঞ্জ থেকে উদ্ধার করেছে।
কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এসএম নায়েবুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ