• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট

আপডেটঃ : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রায় ৩ লাখ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা গ্রাহনের একমাত্র ভরসা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবলের অভাবে চিকিৎসা সেবা কার্যক্রম ভেঙ্গে পড়েছে ।  জানা গেছে, ২০১৬ সালে ৩১ শয্যাবিশিষ্ট হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তুনিয়োগ দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ আবুল হাসনাত জানান, ১৫ জন চিকিৎসকের বিপরীতে রয়েছে মাত্র দুইজন চিকিৎসক। তাঁরা হলেন-মেডিকেল অফিসার ডাঃ আনম রাশেদুল হক ও ডাঃ ওয়াসিব আলী শাহ। বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এছাড়াও নার্স, ফার্মাসিট, ষ্টোর কিপার, জুনিয়র মেকানিক, নাইট গার্ড, সুইপার, আয়া ও মালীর পদ শুন্য রয়েছে।
প্রসুতি বিভাগে চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। এরফলে গর্ভবতী মায়েদের ক্লিনিকগুলোতে গিয়ে সেবা নিতে হয়। এতে গরীব মায়েদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) না থাকায় অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। ইসিজি মেশিনটি চালু থাকলেও টেকনিশিয়ানের অভাবে সেটিও বন্ধ রয়েছে। একমাত্র এ্যাম্বুলেন্সটিরও বেহাল দশা।
হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাজেদুর রহমান চৌধুরী জানান , জনবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে। বারবার জানানোর পরও নতুন জনবল নিয়োগ দেয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ