• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

বদলির আদেশ উপেক্ষা করে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের কানুনগো এখনো বহাল তবিয়তে

আপডেটঃ : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

কলিয়াকৈর প্রতিনিধি ॥

কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ তোজাম্মেল হক এর বদলির আদেশ উপেক্ষা করে এখনো বহাল তবিয়তে অবস্থান করছেন। ভূমি মন্ত্রণালয় অধিশাখা মাঠ-২ (মাঠ প্রশাসন) এর গত ২৮মে’ ১৮ ইং তারিখের এক প্রজ্ঞাপন অনুযায়ী তাকে বদলীর আদেশ জারী করা হয়। কিন্তুু দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো তিনি রহস্যজনক কারণে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসেই কর্মরত রয়েছেন। জানা যায়, মোঃ তোজাম্মেল হককে ঢাকা বিভাগ হতে প্রত্যাহার পূর্বক ভূমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এর কানুনগোর শূন্যপদে পদায়নের নিমিত্তে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলীর আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য কানুনগো মোঃ তোজাম্মেল হক এর বিরুদ্ধে কালিয়াকৈরের ভূক্তভোগী মানুষের অনেক অভিযোগ রয়েছে। ভূক্তভোগীরা জানান, তিনি নামজারী জমাভাগের কোন নথিপত্র উৎকোচ ছাড়া স্বাক্ষর করেন না। জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধ ভাবে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন। সাধারণ মানুষের নামজারী জমাভাগের নথি উপেক্ষা করে শিল্প কারখানার জমি জমার নথি দেখতে বেশি আগ্রহী। কারণ, শিল্প কারখানার জমি জমার নথিতে অর্থ লেনদেন বেশি হয়ে থাকে। অভিযোগে প্রকাশ, তিনি নিজস্ব  একটি প্রিমিও গাড়ী নিয়ে অফিস করে থাকেন; গাড়ী নং ঢাকা মেট্টো গ-২৫-৩১৪১। এছাড়াও গত এক বছরে তিনি কয়েকটি বাড়ীর মালিক হয়েছেন। ভূমি অফিসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, তার  মেয়ে চীন দেশে চিকিৎসা বিদ্যায় (ডাক্তারী) পড়াশুনা করছে। ভূক্তভোগী মানুষের প্রশ্ন, কানুনগো পদে চাকুরী করে এত বিপুল পরিমান অর্থের উৎস কি? কানুনগো’র বদলীর বিষয়ে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এর নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় তাকে এখনো প্রত্যাহার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ