• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান শিকদার, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। এর আগে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আকলিমা আখতার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন, সিরাজগঞ্জ ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রেনেসাঁ আলম, অঙ্কুর এর নির্বাহী পরিচালক নিয়াজি সুলতানা। এছাড়া মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌসী সুমী, পিয়াসা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়লা সাইদসহ অন্যারা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ