• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

পাবনার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

আপডেটঃ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়া হয়েছে ৫জনকে। এদের মধ্যে একজন নতুন মুখ রয়েছেন। পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মোট ৬৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। যাচাই বাছাই শেষে বর্তমান ৪ এমপিসহ ৫জনকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। বাদ পড়েছেন এক এমপি।
রোববার দুপুরে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড: শামসুল হক টুকু এমপি, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি, পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এবং পাবনা-৫ (সদর) আসনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার দলীয় প্রার্থীদের দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় মনোনয়নের চিঠি বিতরণ করেন।
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এতথ্য নিশ্চিত করে বলেছেন,
শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ