• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“যুবরা লড়বে-নতুন পৃথিবী গড়বে” প্রতিপাদ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) গৌরবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় পৌর এলাকার বাতেন খাঁর মোড় এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো. আযহারুল ইসলাম পিন্টু, কর্নেল তাহের সংসদের জেলা সভাপতি আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, নারী নেত্রী শহীদা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। পরে সমাবেশে সংহতি প্রকাশ করে ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সদস্য সচিব রফিক হাসান বাবলু বক্তব্য রাখেন। বক্তারা জামায়াত-বিএনপি বাংলাদেশকে জঙ্গীবাদ রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে তাদের যে কোন ষড়যন্ত্র অংকুরেই নস্যাৎ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ