• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

জব্দ করা বিপুল মাদক ধ্বংস করল সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বুলডোজার দিয়ে এগুলো ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য চিহ্নিত ও ধ্বংস করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত ৭ হাজার ৪৫৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২১৮ বোতল মদ, ৭ হাজার ১০০ গ্রাম হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস ইয়াবা, ২৪ বোতল এলএসডি, ৪ হাজার ৫৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার ৯০৭ পিস অনাগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি, তামাকসহ আরও নানা ধরনের মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার মো. মেহেদী হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে এ ধরনের নেশা থেকে দূরে রাখার আহ্বান জানান। তিনি মাদকবিরোধী অভিযানে বিজিবির প্রচেষ্টা আরও জোরদার করার আশ্বাস দেন।

এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ