সিরাজগঞ্জ প্রতিনিধি॥ রোববার রাতে উল্লাপাড়া থানা পুলিশ পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার ঈদগাহ মাঠ থেকে ৫০টি ককটেল উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এসব ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ককটেল গুলো দ্রুত নিষ্ক্রীয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।