সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মানহানিকর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও নিরাপত্তাহীনতায় ভোগায় চরম উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার মহিলা কলেজ মোড়ে এক আলোচনা সভায় সাংবাদিকরা এসব কথা বলেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে তুচ্ছ বিষয়কে পুঁজি করে হুমকি ও মামলা দিয়ে অপদস্থ করার চেষ্টা করার কারণে সরিষাবাড়ীর সাংবাদিকরা উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। অবিলম্বে হুমকি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সরিষাবাড়ীর সাংবাদিকরা।
ভোরের কাগজ সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরে সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাক ও মাই টিভি প্রতিনিধি এসএম জুলফিকুর রহমান, যুগান্তর প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, নয়া দিগন্ত প্রতিনিধি এসএম ইব্রাহীম হোসাইন লেবু, ইনকিলাব প্রতিনিধি এমএ মান্নান, মানবজমিন প্রতিনিধি এমএ রউফ, মোহনা টেলিভিশন ও ভোরের পাতা প্রতিনিধি এসএইচএম এহসান, যায়যায়দিন প্রতিনিধি ফারুক হোসেন ফিরোজ, মানবকন্ঠ প্রতিনিধি ডা: জাকারিয়া জাহাঙ্গীর, সকালের খবর প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত, আজকালের খবর প্রতিনিধি ফারুক হোসেন, উত্তর দক্ষিনের প্রতিনিধি মাহবুব আলম পলাশ, দি এশিয়ান এইজ প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব, ভোরের ডাক প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন প্রমুখ।