সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসায় নতুন বই বিতরণের সময় টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষার্থী সূত্রে জানা যায়, উপজেলার মাহাদান ইউনিয়নে সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রায়ায় নতুন বই বিতরণের সময় প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ১শত ৫০ টাকা আদায় করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে ৮ম শ্রেণী শিক্ষার্থী বিপ্লব মিয়ার সাথে কথা বললে সে জানায়, ভর্তির জন্য ১শত ও নতুন বইয়ের ১শত ৫০ টাকা মাদ্রায় দিতে হয়েছে। টাকা না দিলে নতুন বই দেন না বলেও সে জানায়। ৯ম শ্রেণী শিক্ষার্থী সজিব, নাজমুল ইসলাম বলেন ১শত ৫০ টাকা না দেয়ায় বই দেয়নি। পরে অনুরোধ করে ১শত টাকা দেয়ার পর নতুন বই পেয়েছি। এ সময় অফিস সহকারী নজরুল ইসলাম জানান, খেলাধূলা বাবদ ১শত ৫০ টাকা করে নেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিবাবক জানান, আমার মেয়ে ৮ম শ্রেণীতে উঠেছে ১শত ৫০ টাকা ধার করে নিয়ে জমা দিয়ে নতুন বই এনেছি।
এ ব্যাপারে মাদ্রাসা সুপার মা: আব্দুল হাকিম বলেন, ভর্তি ফ্রি, টিএ বিল ও স্কাউট বাবদ টাকা নেয়া হচ্ছে, বইয়ের জন্য কোন টাকা নেয়া হয়নি। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মোজ্জাম্মেল হক জানান, নতুন বই বাবদ কেউ কোন প্রকার টাকা নেয়ার প্রশ্নই উঠে না। কেউ নিয়ে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।