উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক ভাবে ১৩শ শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌরসভার মেয়রের নিজস্ব অর্থায়নে ৮শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর শহরের শ্যামলীপাড়ায় মেয়রের বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করেন পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক নুর মোহাম্মদ সরকার, প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ। অপরদিকে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ৫শ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব।