ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে পুননির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপ্টেন মঈন আহমেদ উক্ত পদে পুননির্বাচিত হন।
বৃহস্পতিবার আইএমএসও’র সদর দপ্তর লন্ডনে আইএমএসও’র ২৫তম অ্যাসেম্বলি সেশনে মহাপরিচালক পদে তিনি পুননির্বাচিত হন।
এর আগে মঈন আহমেদ ২০১৫ সালে প্রথমবারের মতো মহাপরিচালক নির্বাচিত হয়েছিলেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ আইএমএসও’র ২৫তম অ্যাসেম্বলি সেশনে উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে বাংলাদেশের কাইকমিশনার মো. নাজমুল কাওনাইনও উপস্থিত ছিলেন। খবার: বাসস