• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুলাই, ২০২৩
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। দলমত নির্বশেষে সকল মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকে রাজনীতি করা প্রয়োজন। কারণ রাজনীতির মাধ্যমে সমাজের ভালো ভালো কাজগুলো করা যায়।

রোববার (২ জুলাই) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হল রুমে উপজেলা কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, নাঙ্গলকোটে এক সময় কিছুই ছিলো না। আজকে নাঙ্গলকোটের মানুষের কোন কিছুর অভাব নেই। শতভাগ বিদ্যুৎ, যেদিকে তাকাই বড় বড় বিল্ডিং, স্কুল কলেজ ও সড়কের প্রায় শতভাগ কাজ শেষ। আর যদি কিছু বাকি থাকে সেটিও করা হবে।

মন্ত্রী বলেন, নাঙ্গলকোটে দলীয় কোন্দল থাকবে না। যে যা চেয়েছে, তাকে একদিনের জন্য হলেও বানিয়েছি। আজকে ছাত্রলীগ কমিটি করবে ছাত্রলীগ। যুবলীগ কমিটি করবে যুবলীগ। গতানুগতিক যারা মুরুব্বি আছেন তাদের দিয়ে উপজেলা আওয়ামী লীগ কমিটি সাজানো হবে। কেউই দলের বাহিরে থাকবে না। এ উপজেলাকে ঢেলে সাজানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে নিতে হবে। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। তাই আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, লালমাই উপজেলা চেয়ারম্যান শাহিন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নী, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ