• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

‘নালিশ থাকলে বিএনপিকে তা জনগণের কাছে দিতে হবে, বিদেশিদের কাছে নয়’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুলাই, ২০২৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপির যদি কোনো নালিশ থাকে, সে নালিশ জনগণের কাছে দিতে হবে, বিদেশিদের কাছে নয়। উন্নত দেশগুলোর মতো নির্বাচিত সরকারের অধীনেই দেশে নির্বাচন হবে, এ কথা বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পিআইডির প্রকাশনায় পার্বত্য শান্তি চুক্তি নিয়ে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বুধবার (৫ জুলাই) এ কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নানাবিধ সম্পর্ক রয়েছে, তাদের কর্মকর্তাদের আগমনকে স্বাগত জানাই। এর মানে হচ্ছে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বিএনপির একদফার আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না সেটাই দেখার বিষয়। বিএনপির আন্দোলন করার সক্ষমতা নাই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা জানি কখন কী করতে হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আহ্বানে জনগণ সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেনি। আগামী নির্বাচনেও করবে না। বিএনপি নির্বাচনে না আসলে জনগণকে আহ্বান করবো তাদের বর্জন করতে।

পার্বত্য এলাকায় এখন শান্তিবাহিনীর উপদ্রব নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তবে কিছু উপদলের তৎপরতা আছে। সেখানে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাক্যাম্প উঠিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শান্তি চুক্তির ফলে সেখানে শান্তি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ