• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

চিকিৎসাধীন সালামকে দেখতে হাসপাতালে রিজভী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামকে দেখতে শুক্রবার রাতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এসময় নেতৃবৃন্দ অসুস্থ সালামের চিকিৎসার খোঁজখবর নেন।

বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ সালামকে দেখতে রিজভী ছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ