বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দেয়। তারা বিদেশিদের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। আমাদের রাজনৈতিক মতবিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেটি বিদেশিদের কাছে তুলে ধরা দেশবিরোধী অপতৎপরতা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বিএনপি ও তাদের মিত্ররা তখন ষড়যন্ত্রে লিপ্ত। দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত বিএনপিকে বর্জন করার আহ্বান জানাই।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো কমিশন সফলতার সঙ্গে শেষ করেছে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের অংশগ্রহণ ছিল। তাই এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত।
তিনি বলেন, গত ১৪ বছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কেউ বিদেশে গিয়ে পাঁচ বছর পর ফিরে এসে নিজের এলাকাই চিন্তে পারে না। পুরো বাংলাদেশ বদলে গেছে। এখন আর কুঁড়েঘর নেই, কেউ না খেয়ে থাকে না।