প্যাটি জেনকিন্স ক্যামেরার পেছনের মানুষ। কখনও কখনও ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাক লাগিয়েছেন। ৪৬ বছর বয়স। এখনও শরীরে ধরে রেখেছেন তারুণ্য। সামনাসামনি দেখে এত বছর বয়সী বিশ্বাস করতে চাইবে না অনেকেই। কারণ রূপে-গুণে এখনও ফিট রয়েছেন তিনি। চালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজও। চলতি বছর ‘ওয়ান্ডার ওম্যান’ দিয়ে সাড়া ফেলেছেন পরিচালক প্যাটি জেনকিন্স। নারী সুপারহিরো এ ছবির দ্বিতীয় কিস্তিতেও পরিচালক হিসেবে দেখা যায়নি এ তাকে। ২০০৩ সালে ‘মনস্টার’ সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হন প্যাটি জেনকিন্স। সুপারহিরো সিনেমায় তার হাতেখড়ি ঘটে ওয়ার্নার ব্রাদার্সের ‘ওয়ান্ডার ওম্যান’ দিয়ে। শুরুতেই বাজিমাৎ করে সবার নজর কেড়েছেন এ নারী নির্মাতা। মিস ইসরাইল গ্যাল গ্যাডটের অনবদ্য অভিনয় ও জেনকিন্সের মুনশিয়ানায় চলতি বছরের সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয় ‘ওয়ান্ডার ওম্যান’। শিগগিরই ‘ওয়ান্ডার ওম্যান টু’য়ের কাজ শুরু করতে যাচ্ছেন জেনকিন্স। আর এবারের ছবিতে তার পারিশ্রমিকের অঙ্কটি চমকে দিয়েছে সবাইকে! ‘ওয়ান্ডার ওম্যান’য়ের জন্য ৭০ লাখ মার্কিন ডলার পেয়েছিলেন জেনকিন্স। দ্বিতীয় কিস্তি ‘ওয়ান্ডার ওম্যান-টু’য়ের জন্য জেনকিন্সের পারিশ্রমিক বেড়ে এক লাফে ৭০ থেকে ৯০ লাখে দাঁড়িয়েছে। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান-টু’ পরিচালনা ও চিত্রনাট্য রচনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন জেনকিন্স। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর প্রাথমিকভাবে সিনেমাটির মুক্তির দিন নির্ধারিত হয়েছে। জনপ্রিয় ডিসি কমিক্স ‘ওয়ান্ডার ওম্যান’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে প্যারিসের মাটিতে ডায়ানা প্রিন্স ওরফে ওয়ান্ডার ওম্যানের দুর্দান্ত লড়াইয়ের গল্প বলা হয়েছে। এবারে যুক্তরাষ্ট্রের মাটিতে ডায়ানা প্রিন্সের শান্তির জন্য লড়াইয়ের নতুন কোনো গল্প নিয়ে দর্শক মাতাতে আসছে ‘ওয়ান্ডার ওম্যান-টু’।