দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো গোল্ডেন ফিল্ড-এর এ মাল্টিমিডিয়া স্পিকার। এটিতে রয়েছে অডিও ইনপুট টাইপ ৩.৫ এমএম স্টোরিও লাইন-ইন, ৪ ইঞ্চি ম্যাগনেটিক্যালি শিল্ডেড সাবউফার এবং ২.৫ ইঞ্চির স্যাটেলাইট ড্রাইভার ইউনিট । ১০ ওয়াটের এই স্পিকারটিতে পেন ড্রাইভ ও এস.ডি কার্ড দিয়ে গান বাজানোর পাশাপাশি এফ.এম. রেডিও শোনার সুবিধাও রয়েছে। মাল্টিফাংশন স্পিকারটির দাম ২,০০০ টাকা। দেশজুড়ে গ্লোবাল ব্র্যান্ডের সকল শো-রুমে স্পিকারটি পাওয়া যাচ্ছে ।