• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলুপ্তির পথে থাকা এশিয়ান প্রজাতির বন্যহাতির সংখ্যা বাড়ছে সীমান্তাঞ্চলে পর্যটকবাহী যান পাহাড়ি খাদে পড়ে সাজেকে ১০ যাত্রী আহত বাংলাদেশ ভিসা দেওয়া সীমিত করলো ভারতীয়দের যুক্তরাষ্টের বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া পালিয়ে যাওয়া হাসিনার সব ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ট্রাইব্যুনালের ভৈরব থেকে গ্রেফতার আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন তালিকায় নাম না থাকায় ফিরে আসেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক

লুইসের ব্যাটিংয়ে ঢাকার জয়

আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান এভিন লুইসের ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের পঞ্চম ও টুর্নামেন্টের ২৯তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারালো ঢাকা ডায়নামাইটস। টানা দু’ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ঢাকা। এই জয়ে ৯ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠলো সাকিব আল হাসানের ঢাকা। অপরদিকে, ৯ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো সৌম্য-তাসকিনের চিটাগং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট হাতে নামে চিটাগং। দলীয় ১৭ রানে ব্যক্তিগত ১ রানে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। এরপর ঢাকার বোলারদের উপর চড়াও হন অধিনায়ক নিউজিল্যান্ডের লুক রঞ্চি ও এনামুল হক। তৃতীয় উইকেটে ৬৫ বলে ১০৭ রান যোগ করেন রঞ্চি ও এনামুল। শতরানের জুটি গড়ার পথে রঞ্চি ও আনামুল হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। ৪টি করে চার ও ছক্কায় ৪০ বলে ৫৯ রান করেন রঞ্চি। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এনামুল। তার ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা ছিলো।
রঞ্চি ও আনামুলের বিদায়ের পর শেষদিকে জিম্বাবুয়ের সিকান্দার রাজার ১১ বলে অপরাজিত ২৬ ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ১০ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে চিটাগং। ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন সাকিব, নারাইন, আবু হায়দার ও শহিদ।
জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যটা সহজ করে ফেলেন ঢাকার ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় লুইস। উইকেটের চারপাশে চার-ছক্কার বন্যায় দিশেহারা করে ফেলেন চিটাগং-এর বোলারদের। ২৪তম বলেই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। শেষ পর্যন্ত ৩টি চার ও ৯টি ছক্কায় ৩১ বলে ৭৫ রান করে আউট হন ম্যাচ সেরা লুইস।
লুইসের বিদায়ের পর ইংল্যান্ডের জো ডেনলির ৪৪, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টের ২৪ বলে অপরাজিত ৪৩ ও সাকিবের অপরাজিত ২২ রানে ৭ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং ভাইকিংস : ১৮৭/৫, ২০ওভার (এনামুল ৭৩, রঞ্চি ৫৯, নারাইন ১/১১)।
ঢাকা ডায়নামাইটস : ১৯১/৩, ১৮.৫ ওভার (লুইস ৭৫, ডেনলি ৪৪, তানভীর ১/১৮)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ