বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের পঞ্চম ও টুর্নামেন্টের ২৯তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে জয়ের জন্য ১৮৮ রানের টার্গেট দিলো স্বাগতিক চিটাগং ভাইকিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট হাতে নামে চিটাগং। দলীয় ১৭ রানে ব্যক্তিগত ১ রানে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। এরপর ঢাকার বোলারদের উপর চড়াও হন অধিনায়ক নিউজিল্যান্ডের লুক রঞ্চি ও এনামুল হক। তৃতীয় উইকেটে ৬৫ বলে ১০৭ রান যোগ করেন রঞ্চি ও এনামুল। শতরানের জুটি গড়ার পথে রঞ্চি ও এনামুল হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। ৪টি করে চার ও ছক্কায় ৪০ বলে ৫৯ রান করেন রঞ্চি। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এনামুল। তার ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা ছিলো।
রঞ্চি ও আনামুলের বিদায়ের পর শেষদিকে জিম্বাবুয়ের সিকান্দার রাজার ১১ বলে অপরাজিত ২৬ ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ১০ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে চিটাগং। ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন সাকিব, নারাইন, আবু হায়দার ও শহিদ।