• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

বাংলা দ্বিতীয়পত্র

মোস্তাফিজুর রহমান লিটন

সিনিয়র শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক

কলেজ, ঢাকা

 

১। বিধেয় বিশেষণ কোথায় বসে?

ক) বিশেষণের পরে                                    খ) বিশেষ্যের পরে

গ) বিশেষ্যের পূর্বে                                     ঘ) বিশেষণের পূর্বে

২। আমি তোমাকে দেখে নেব- স্বরভঙ্গি অনুযায়ী বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?

ক) বিরক্তি                                               খ) ধিক্কার     গ) ক্রোধ    ঘ) ভীতি

৩। পূর্ববর্তী শব্দ থেকে উত্পন্ন বোঝাতে নিচের কোন চিহ্নটি ব্যবহূত হয়?

ক) <     খ) ঃ       গ) >                          ঘ) :

৪। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত করতে হয়?

ক) প্রথমা                                                 খ) দ্বিতীয়া

গ) চতুর্থী                                                  ঘ) পঞ্চমী

৫। ‘ইদানিং’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?

ক) সেদিন                                                খ) এদিন

গ) আজকাল                                            ঘ) তদানিং

৬। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে- এই বাক্যে ‘অন্তরতর’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) মন         খ) অন্য গ) ব্যবধান                 ঘ) ঈশ্বর

৭।নিচের কোন বাগধারাটি ‘সামান্য’ অর্থে ব্যবহূত হয়?

ক) কেঁচে গণ্ডুষ                                          খ) কেউকাটা গ) কেতাদুরস্ত             ঘ) খণ্ড প্রলয়

৮।শব্দের ব্যবহার কত প্রকার?

ক) ২ প্রকার                                             খ) ৩ প্রকার   গ) ৪ প্রকার                 ঘ) ৫ প্রকার

৯। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ) দীন ইসলামের জন্য তাঁর যথাসর্বস্ব দান করেছিলেন। গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

ক) সরল বাক্য                                          খ) জটিল বাক্য

গ) মিশ্র বাক্য                                            ঘ) আশ্রিত খণ্ড বাক্য

১০। তিনি যেভাবেই হোক আসবেন- বাক্যটি কী যোগে গঠিত হয়েছে?

ক) সমার্থক বাক্যাংশ যোগে

খ) ক্রিয়া বিশেষণ যোগে

গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

ঘ) অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে

১১।‘এ দেশের মাঝে একদিন সব ছিল’-বাক্যটিতে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?

ক) মধ্যে                                                 খ) ব্যাপ্তি       গ) একদেশিক             ঘ) প্রতি

১২। আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়- রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী                                          খ) অধিকরণে সপ্তমী

গ) করণে সপ্তমী                                         ঘ) অপাদানে সপ্তমী

১৩।‘ঝিমা’ ধাতুটি কোন আদিগণের অন্তর্ভুক্ত?

ক) ঘুরা       খ) দৌড়া   গ) ফিরা                  ঘ) লাফা

১৪। কেউ নিজেকে নিজে আদেশ করতে পারে না বলে কোন পুরুষে অনুজ্ঞা পদ হতে পারে না?

ক) নাম পুরুষ                                           খ) মধ্যম পুরুষ

গ) নাম ও উত্তম পুরুষ                                 ঘ) উত্তম পুরুষ

১৫।নিচের কোন বাক্যটি ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহূত হয়েছে?

ক) চেঁচিয়ে কথা বলো না

খ) সেখানে আর গিয়ে কাজ নেই

গ) ঢাকা গিয়ে বাড়ি যাব                              ঘ) তিনি গেলে কাজ হবে

 

১.খ২.গ৩.গ৪.ক৫.ঘ৬.ঘ৭.খ৮ক৯ক১০গ

১১গ১২.খ১৩.গ১৪.ঘ১৫.খ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ