চাঁদাবাজি দাবির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা করার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর আমলি আদালতে পাঠায় পুলিশ।
বাবলা নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। চাঁদার পাঁচ হাজার ২০০ টাকা দেন ওই ব্যবসায়ী। পরে বাকী চাঁদার টাকা আদায়ে চাপ দিলে মামলা করেন তিনি। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।