রবিচন্দ্রন অশ্বিন যে সেরাদের সেরা সে বিষয়ে কোনো সন্দেহ পোষণ করবেন না কেউ। তবে উপমহাদেশের বাইরেও অশ্বিনের এই জাদুকরী স্পিন কার্যকর কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন অনেকেই।
তবে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন মনে করেন, এই সময়ে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন। টেস্টে সর্বাধিক উইকেট শিকারী এই মায়াবী ঘাতক দ্রুততম ৩০০ উইকেট নেওয়া অশ্বিনকে অভিনন্দনও জানিয়েছেন।
কয়দিন আগেই নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের প্রশংসা করে মুরলি বলেন, ‘আমি অশ্বিনকে অভিনন্দন জানাতে চাই। টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নেওয়া নিশ্চিত ভাবেই একটা বড় কৃতিত্ব। এক জন বোলারের কাছে এটা কখনই সহজ নয়।’
৩০০ উইকেট নিতে স্বয়ং স্পিন কিংবদন্তি মুরলিধরন খেলেছিলেন ৫৮টি টেস্ট। মোট ১৩৩টি টেস্ট খেলে মুরলির উইকেট সংখ্যা ৮০০। অশ্বিনকে বিশ্বের ‘সেরা স্পিনার’ হিসেবে ব্যাখ্যা করে মুরলি বলেন, ‘এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনার অশ্বিন। যদিও এই মুহূর্তে সে ভারতের ওয়ানডে দলে নেই; তবে আমি আশা করি শীঘ্রই সে জাতীয় ওয়ানডে দলে ফিরে আসবে।’