ধারে কাছের সময়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়া সম্ভব নয়। ব্রাজিল ফুটবলারটির পিতা নেইমার সিনিয়র এমনটি জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে- গত আগস্টে ২০ কোটি পাউন্ডে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নাকি ফরাসি ক্লাবটিকে রিয়াল মাদ্রিদে যাবার সেতু হিসেবে ব্যবহার করছেন। যদিও বিপুল অর্থে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
অতি সম্প্রতি এমন কথা শুনে নেইমার তো ক্ষেপেই গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিরুদ্ধে দুই গোল দিয়ে খেলা শেষে পিএসজি তারকা বলেছিলেন, ‘বিরক্তিকর! আপনাদের কি কথা বলার মতো আর কিছু নেই।’
এখন তার বাবাকেও একই প্রশ্নের মুখোমুখি হতে হলো। এ ব্যাপারে তিনি ফক্স স্পোর্ট ব্রাজিলকে বলেন, ‘এখন আমাদের এমন চিন্তা নেই। এর উত্তর দেওয়া হলো একটা ধারণাকে উস্কে দেওয়া যা সম্ভব নয়। আমি পাঁচ-ছয় বছরের মধ্যে এ ধরনের কোনো আলোচনার কথা বলতে পারি না। পিএসজির সাথে নেইমারের দীর্ঘ চুক্তি আছে এবং সে মাত্র এসেছে। এখানে আমাদের কেবল তিনমাস হলো। অথচ এরই মধ্যে বলা হচ্ছে যে- সে নাকি চলে যাচ্ছে। এ ধরনের ব্যাপারে কথা বলা কঠিন। কেননা তাতে যা বলাবলি হচ্ছে সেটাকেই উস্কে দেওয়া হবে।’
মাত্র ২৫ বছর বয়সী এই তারকা ইতোমধ্যে ১৪ খেলায় পিএসজির ২১ গোলে সরাসরি জড়িত ছিলেন। ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আট গোল। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ খেলায় গোল সংখ্যা ছয়, ফরাসি লিগে নয় খেলায় করেছেন সাত গোল। বোঝাই যায়, পিএসজিতে কতটা দ্রুত মানিয়ে নিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।