আহত অবস্থায় রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভাই ম্যাতিয়েস মেসি। জানিয়েছিলেন, তিনি নদীতে মটরবোট চালানোর সময় দুর্ঘটনা কবলিত হয়ে আহত হন। দুর্ঘটনার পর রক্তমাখা নৌকা নদীতেই ফেলে এসেছেন।
তবে ঘটনা তদন্তে বেরিয়ে আসল ভিন্ন কিছু। বোটের মধ্যে অবৈধ অস্ত্র পায় পুলিশ। ফলে হাসপাতালেই গ্রেফতার করা হয় মেসির ভাইকে। হাসপাতালে একটু সুস্থ হলে মেসির ভাইকে রিমান্ডে নেয়ার প্রস্তাব করা হয়েছে আদালতে। অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার আইনে সর্বনিম্ন সাড়ে তিন বছর এবং সাড়ে আট বছরের জেল হতে পারে ম্যাতিয়েসের।
ম্যাতিয়েসের আইনজীবীরা অস্ত্র পাওয়া নিয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন। তাদের দাবি, সৈকতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে বোটের। যে অস্ত্র পাওয়া গেছে, সেটা পুলিশ সাজিয়ে রাখতে পারে। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ম্যাতিয়াসকে এর আগেও দুবার আট করেছিল আর্জেন্টিনার পুলিশ।