• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

মিহির রঞ্জন তালুকদার

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ,সিলেট।

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :

সুনামগঞ্জের মনু মিয়া কৃষি কাজ করেন। সমস্যা হলো তার এলাকাটি বন্যা প্রবণ এবং তার উত্পাদিত ধান প্রায়শই বন্যায় তলিয়ে যায়। কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবরাহ করছে, যা থেকে উত্পাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সে বছর বন্যায় তলিয়ে গেলো না এবং শস্যের উত্পাদনও ভাল হলো।

১৫.উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরণের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির সহায়তা নেয়া হয়েছে?

ক.বায়োইনফরমেটিক্স

খ.বায়োটেকনোলজি

গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ.বায়োমেট্রিক্স

১৬.উদ্দীপকে উল্লিখিত ধানবীজের জিনে-

  1. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ করা হয়েছে

ii.উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে

iii.ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক.i ও iii                        খ.i ও ii

গ.ii ও iii                        ঘ.i, ii ও iii

১৭.কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে?

ক.-৪১০C                      খ.১৯০C

গ.০০C                          ঘ.-৫৮০C

১৮.নিচের কোনটি বায়োমেট্রি্ক্স নয়?

ক.আঙ্গুলের ছাপ               খ.গায়ের রং

গ.গলার স্বর                    ঘ.   ডিএনএ

১৯.দ্রুতগতি এবং কম খরচে ব্যবসা পরিচালনা পদ্ধতি কোনটি?

ক.ই-মেইল

খ.মোবাইল ফোন অ্যাডভান্সড

গ.ই-কমার্স

ঘ.ইন্ট্রানেট

২০.রোবটের কাজ কী?

ক. প্রোগ্রাম রচনা

খ.প্রোগ্রাম উন্নয়ন

গ.প্রোগ্রাম নিয়ন্ত্রণ

ঘ.প্রতিকুল কাজে সাহায্য করা

উত্তরপত্র: ১৫-গ, ১৬-খ, ১৭-ক, ১৮-খ, ১৯-গ, ২০-ঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ