বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বের পঞ্চম এবং টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট দিলো খুলনা টাইটান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় খুলনা। প্রথম ৬ ওভারেই ৫৫ রান তুলে ফেলে তারা। দুই ওপেনার নাজমুল হোসেন ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিনজার দলকে উড়ন্ত সূচনা এনে দেন। সপ্তম ওভারের প্রথম বলে কুমিল্লার ডান-হাতি পেসার আল-আমিন হোসেনের বলে বিদায় নেন নাজমুল। ৪টি চার ও ২টি ছক্কায় ২১ বলে ৩৭ রান করেন তিনি।
এরপর ক্লিনজারের সাথে জুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তারা একত্রে ৩২ রানের বেশি যোগ করতে পারেননি। ২৮ বলে ২৯ রান করে থেমে যান ক্লিনজার। কিছুক্ষন পর আউট হন মাহমুদুল্লাহও। ২৩ বলে ২৩ রান করেন তিনি। তাদের বিদায়ের পর খুলনার রান তোলার গতি কমে যায়।
কিন্তু পঞ্চম উইকেটে মারমুখী মেজাজে মাত্র ২৪ বলে ৪৭ রান যোগ করে খুলনার বড় সংগ্রহে পথ তৈরি করেন আরিফুল হক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েট। আরিফুলের ২১ বলে ৩৫ ও বার্থওয়েটের ১২ বলে ২২ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান পায় খুলনা। আরিফুলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিলো। আর বার্থওয়েটের ৩টি চার ও ১টি ছক্কা মারেন। কুমিল্লার আল-আমিন হোসেন ৫২ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স : ১৭৪/৬, ২০ ওভার (শান্ত ৩৭, আরিফুল ৩৫, আল-আমিন হোসেন ৩/৫২)। বাসস।