কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়ায় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কচুয়া প্রেসক্লাব ও সুধিজনদের নিয়ে এ অ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অদা) মোঃ গোলাম মোস্তফা।
এ উপলক্ষে অনুষ্ঠানে কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক ভৌমিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি। বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির হোসেন, সূর্যে হাসি ক্লিনিকের কর্মকর্তা শেখ মনিরুল হক, উপজেলা মাঠ পর্যায় কর্মচারী সমিতির সভাপতি সমির চন্দ্র রায়, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সদস্য আমির হোসেন প্রমুখ।