কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার শাখার আয়োজনে ও পল্লী উন্নয়ন প্রকল্প আরডিএস এর সার্বিক ব্যবস্থাপনায় গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়েছে। গত রোববার বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংকের আরডিএস এর সুবিধাভোগী ৮০জন সদস্যের মাঝে এসব চিকিৎসা ও ঔষধ পত্র দেয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সাচার শাখার এমপিও এন্ড হেড অব ব্র্যাঞ্চ মোঃ লুৎফুল্লাহিল মাজিদ। ব্যাংকের প্রজেক্ট অফিসার মোঃ জাকির হোসাইনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশন মোহাম্মদ শরীফ ও সাচার রেনেসা হাসপাতালের পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার। দিন ব্যাপী এ ফ্রি মেডিকেল ও ঔষধ পত্র বিতরণ অনুষ্ঠানে রোগী দেখেন কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল মতিন পাটোয়ারী ও বিশেষজ্ঞ ডাঃ আফরোজা খানম।