কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৬টি ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মেলন পূর্বক কমিটির অনুমোদন দেয়া হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশেকুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সদস্য আবির হোসেন তরুন,পূর্ব সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্রু,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলামিন হোসেন প্রমুখ। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন সিকদার,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলম চৌধুরী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাহপরান প্রধান। প্রথম অধিবেশনে ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমকে সক্রিয় করার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। ইতিপূর্বে ৬টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।