উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতী ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহম্প্রতিবার অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৪ প্রার্থী হলেন- আওয়ামীলীগের মোঃ রেজাউল করিম তপন (নৌকা প্রতিক), বিএনপির মোঃ বুলবুল কবির (ধানের শীষ), স্বতন্ত্র মোঃ আলাউদ্দিন আল আজাদ (আনারস) ও মোঃ আলামিন সরকার (মটর সাইকেল)। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী পরিচয়ের জামায়াত নেতা মোঃ আলাউদ্দিন আল আজাদ গত ১৮ ডিসেম্বর গ্রেফতার হয়ে এখন জেল হাজতে রয়েছেন। জানা গেছে, পূর্ণিমাগাতী ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২শ ৯৯ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৪শ ৩৩ জন ও বাকী ১১ হাজার ৮শ ৬৬ জন হলেন পুরুষ ভোটার। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১২ টি। এ নির্বাচনে ১২ জন প্রিজাইটিং অফিসার ৫৪ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ১শ ৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয় জানা গেছে। এ নির্বাচনে তিন জন ম্যাজিষ্ট্রেট এক প্লাটুন বিজিবি, র্যাব ও পর্যাপ্ত পুলিশ নিয়োগ থাকবে বলে জানা গেছে। গত ২৯ জুলাই পূর্ণিমাগাতী ইউপির নির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের মৃত্যুতে চেয়ারম্যান পদে এ উপনির্বাচন হচ্ছে।