কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়ায় মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে প্রতারণা করে এক ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সোমবার বিকেলে কচুয়া উত্তর বাজারস্থ (পল্টন) মেসার্স আক্কাস গিফ্ট কর্নারের পরিচালক মো. আলী আক্কাসের কাছ থেকে ওই প্রতারক চক্রটি ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলী আক্কাস জানান। এ ঘটনায় ব্যবসায়ী মো. আলী আক্কাস নগদ ৭০ হাজার টাকা হারিয়ে পাগল প্রায় হয়ে পড়েছে।
জানাগেছে, কচুয়া বাজারের ব্যবসায়ী মোঃ আলী আক্কাসের ব্যবহৃত ০১৮১৪-১৪১১৫৪ নাম্বারে ০১৯৯৮-১৫১৪৫৮ নাম্বার থেকে সোমবার দুপুরে একটি ফোন আসে। এসময় অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলে বাংলালিঙ্ক নাম্বার থেকে একটি ভুয়া ফরওয়ার্ড মেসেস পাঠিয়ে বার বার বিনয়ের সাথে ফোন করে এবং নিজেকে গরীব পরিচয় দিয়ে ৭০ হাজার টাকার পরিবর্তে ৬৮ হাজার টাকা পাঠানোর দাবী জানান। পরে ব্যবসায়ী আলী আক্কাস তার ফাঁদে পরে নিজের মোবাইলে বিকাশে থাকা ২৩হাজার ৫’শ ৫২ টাকাসহ আরো ২’ব্যবসায়ীর কাছ থেকে ওই ব্যক্তিকে ৬৮ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ করে। কয়েক ধাপে টাকা পাঠানোর পর আলী আক্কাস পাশের দোকানে গিয়ে টাকা উত্তোলণ করতে চাইলে মূল বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ব্যবসায়ী ও আশপাশে লোকজনের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।