উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার পূর্নিমাগাঁতী ইউপি’র উপ-নির্বাচনে কোনাগাতীকেসি দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ভ্রাম্যমান আদালত ৮ জনকে আটক করে সাজা দিয়েছে। এরা হলো-শামীমা খাতুন, শিউলী খাতুন, তানিয়া খাতুন, কোরবান আলী, ফয়সাল কবীর, শরিফুল ইসলাম, আল মাহমুদ ও শাহীন সরকার। জানা গেছে, ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্টেট ওবায়দুল্লাহ নেতৃত্বে এদেরকে আটক এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।