আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই মাত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক তিনি। ঘূর্ণি জাদুতে দেশকে জেতানোর সেই সময়েও মিরাজের পরিবারের আবাস ছিল টিনের ছাউনি ঘেরা বাঁশের বেড়ার ঘরে!
জীর্ণ কুটিরে মিরাজের বসবাসের কথা জানতে পেরেই তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমির দলিল গত ১৮ ডিসেম্বর বুঝে পেয়েছেন মিরাজ। দলিল পাওয়ার অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এ তরুণ ক্রিকেটার।
গতকাল বুধবার জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও বাড়ির জমি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মিরাজ।