রংপুর অফিস॥
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি’র প্রার্থীসহ ৫জনই জামানত খুইয়েছেন। রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্র জানায়, কোন মেয়র প্রার্থী মোট প্রাপ্ত ভোটের চেয়ে ৮ ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে থাকে। সিটি কর্পোরেশন এলাকায় এবারের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন।
তাদের মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৯২ হাজার ৭২৩জন। প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ হলো ৩৬ হাজার ৫৯০ ভোট। এর মধ্যে ১লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। তিনি ভোট পান ৬২ হাজার ৪শ’।
বিএনপি’র প্রার্থী কাওছার জামান বাবলার প্রাপ্ত ভোট ছিল ৩৫ হাজা ১৩৬, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম ২৪ হাজার ৬, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিব ২ হাজার ৩১৯, বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস এক হাজার ২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির মো: সেলিম আখতার ৮১১ ভোট পান। এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ছাড়া বাকি ৫জনই জামানত খুইয়েছেন। ফলে নির্বাচন বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।