ভালুকার সংবাদপত্র পাঠকের কাছে অতি প্রিয়মুখ ভালুকা পত্রিকা বিতানের মালিক মোঃ বাচ্চু মিয়া আর নেই। তিনি (০২ জানুয়ারী) মঙ্গলবার ভোর ৬টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর । তিনি স্ত্রী ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তিনি ভালুকায় দায়িত্বপালনরত সংবাদকর্মীদেরও খুব প্রিয়জন ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনিই ভালুকার সর্বপ্রথম সংবাদপত্রসেবী।মৃত্যুর আগ পর্যন্ত সকল পত্রিকার এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে গেছেন । পাশাপাশি তিনি স্থানীয় প্রেসক্লাব প্রতিষ্ঠাসহ বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি নিয়োগেও সহযোগিতা করেছেন । প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথেই তিনি সংবাদপত্র হকারদের হাতে তুলে দিতেন। মঙ্গলবার বাদ জোহর উপজেলা পরিষদ চত্বরে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । একইদিন বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে গফরগাঁওয়ের নিজ গ্রামে তাকে দাফন করা হয় । তার মৃত্যুতে ভালুকা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন ।