• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি এলাকায় র‌্যাবের অভিযানে অবৈধ ২টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ গ্রেপ্তার হয়েছে তুষার আহমেদ (২০) নামে এক যুবক। তুষার ভোলাহাটের পীরগাছি গ্রামের আবুল কাসেমের ছেলে। রোববার বিকেল সোয়া চারটায় নিজ হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয় বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অস্ত্র ব্যবসায়ীর অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থানের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় ওইসব আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার হয় তুষার। রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নের মোল্লাপাড়া ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এএসপি শেখ নজরুল ইসলাম অভিযানে নেতৃত্ত্ব দেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ