সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরিক্ষায় এবারো শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এবং উপজেলার শীর্ষস্থানটি দখল করে আছে। পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি।
জন্মলগ্ন থেকেই বেশ সুনামের সাথে মাথা উচ করে দারিয়ে আছে বিদ্যালয়টি। যার কারন বিগত বছরের এসএসসি ও জেএসসি পরিক্ষার ফলাফল। প্রতি বছরের ন্যায় এবারও ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ১৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ ৫ পায় ৮৩ জন শিক্ষার্থী এবং শতভাগ পাসের গৌরব অর্জন করে অবহেলিত এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: ওয়াহাব বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ঘড়ের সন্তান হওয়ার কারনে বিদ্যালয়ের মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফি ও ফরম পূরণেও আমাদের হিমশিম খেতে হয়। এছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চুবলেন, আমাদের এক ঝাক দক্ষ শিক্ষক ও পরিচালনা কমিটির তদারকির কারনেই বিদ্যালয়টি বরাবরই ভালো ফলাফল করে। আর আমাদের এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। আমাদের সব চেয়ে বড় সমস্যা হলো ক্লাস রুমের অভার। যার কারনে মাঝে মাঝে বিদ্যালয়ের মাঠে ও ছাদে খোলা আকাশের নিচে ক্লাস করানো হয়।