• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:

এইচএসসি পরীক্ষা-২০১৮

আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

ইংরেজি দ্বিতীয়পত্র

 

স্বপন হালদার

 

প্রভাষক, ইংরেজি বিভাগ

 

নটর ডেম কলেজ, ঢাকা।

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ থেকে  ইংরেজি ২য় পত্রের  Paragraph এর বিভিন্ন উপাদান বা অংশ নিয়ে আলোচনা  করবো এবং Paragraph লেখার সঠিক নিয়ম উদাহরণসহ আলোচনা করবো। আজ প্রথম ক্লাস। আজ আমরা শিখবো Paragraph এর সংজ্ঞা ও তার বিভিন্ন উপাদান বা অংশের নাম। প্রতিটি ক্লাসের লেখা ভালোভাবে না পড়লে Paragraph লেখার সঠিক নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত্ব করতে পারবে না।

 

Class: 01

 

What is a paragraph? (প্যারাগ্রাফ কী )

 

A paragraph is a group of about 12-15 sentences about one topic.  কোনো  একটি বিষয়ের উপর ১২-১৫ টি বাক্য লিখলে তাকে প্যারাগ্রাফ বলে। Every sentence in a strong paragraph is about the same topic. ভালো প্যারাগ্রাফের প্রত্যেকটি বাক্য একটি বিষয় নিয়ে আলোচনা করে। All of the sentences explain the writer’s main idea (most important idea) about that topic. সকল বাক্যগুলো বিষয় সম্পর্কে লেখকের প্রধান ধারনাটি ব্যাখ্যা করে।  Writing sentences one after another is not  a paragraph . বাক্যের পর বাক্য লিখলেই  প্যরাগ্রাফ হবে না। All sentences in a paragraph must be written logically. সব বাক্যগুলো যুক্তির সহিত লিখতে বা যুক্ত করতে হবে।

 

How many elements does a paragraph have? একটি প্যারাগ্রাফের কয়টি উপাদান বা অংশ আছে?

 

A paragraph has a sentence in the beginning that directly tells the reader the main idea. প্রতিটি প্যারাগ্রাফের শুরুতে এমন একটি বাক্য লিখতে হবে যেন  সেটি পাঠকের কাছে বিষয়টির প্রধান ধারণাটি  প্রকাশ করে।   It is called topic sentence. এটা হলো টপিক সেনটেন্স।  The other sentences in the paragraph, called supporting sentence,( developer)  give more information about the topic logically by answering  question (what? why? and how?) পরবর্তি বাক্যগুলো  হলো সহায়ক বাক্য যা টপিক সেনটেন্সের  প্রধান ধারণাটি সম্পর্কে অধিক তথ্য প্রদান করে  যুক্তিসহকারে এবং  কী ? কেন ? এবং কীভাবে  প্রশ্নের উত্তরের মাধ্যমে। They add specific details and explanations. এ বাক্যগুলো প্রধান ধারণাটির সুনির্দিষ্ট ব্যাখ্যা বিশদভাবে আলোচনা করে। The last sentence of a paragraph is called terminator. প্যারাগ্রাফের শেষের বাক্যটিকে টারমিনেটর বা উপসংহার বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ