ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ভালুকা উপজেলা এবং পৌর ছাত্রলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্ব্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ ।