• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:

অন্ধকার থেকে আলোর পথে ১০৮ জন মাদক ব্যবসায়ির শপথ

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরে অন্ধকার থেকে ১০৮ জন মাদক ব্যবসায়ী শপথ বাক্য পাঠ করে আলোর পথে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ৮নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর  আয়োজনে ও রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে সোনার চাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ব্যবসায়ীদের আতœসর্মপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আ’লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি এমপি, ডিআইজি  খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ, কমিউনিটি পুলিশিং  সদস্য সচিব, সুশান্ত ভৌমিক প্রমূখ।এসময় আ’লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি এমপি বলেন, আমার নির্বাচনী এলাকা হবে মাদক ও জঙ্গিবাদ মুক্ত। এখানে কেউই সমাজে অস্থিরতা সৃষ্টি করে পার পেয়ে যাবেন না। এর আগে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম ওই মাদক ব্যবসায়ীদের শপথ বাক্য পাঠ করানোর পর ডিআইজি  খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম বলেন, পুলিশ প্রশাসন, সাংবাদিক প্রশাসন ও জন প্রতিনিধি প্রশাসন যদি মাদক ব্যবসায়ীদের কাছে  কোনও রকম চাঁদা নিতে আসে তাহলে পুলিশকে জানাবেন। আমরা পুলিশের সকল অফিসারদের শপথ করিয়েছি, যেন তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা না নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ