• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:

উল্লাপাড়ায় ভুমি শ্রেণি পরিবর্তন বিধান কেউ মানছে না ইট ভাটাগুলো ক্ষতি করছে বেশি

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুমি শ্রেণি পরিবর্তন সরকারি বিধি বিধান কেউ মানছে না। সরকারি কোন অনুমোদন না নিয়েই অতি সহজেই যে যার ইচ্ছে মতো ভুমির শ্রেণি পরিবর্তন করছে। এতে কৃষি জমি বদলে অকৃষি, জলাশয় কিংবা পরিত্যাক্ত ভুমি হচ্ছে। উল্লাপাড়ায় ইট ভাটা গুলো কৃষি জমির সবচেয়ে বেশি ক্ষতি করছে। এছাড়া যেখানে সেখানে বসতবাড়ি গড়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে, গোটা উপজেলায় মোট কৃষি জমির পরিমান ৩২ হাজার ৫শ ৮৫ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি দু’ফসলী জমির পরিমান ১৮ হাজার ৫শ ৬৫ হেক্টর। তিন ফসলী জমির পরিমান ১১ হাজার ৯শ ৯০ হেক্টর। এক ফসলি জমির পরিমান ২ হাজার ৩০ হেক্টর। ভুমির শ্রেণিতে মোট ৩২ হাজার ৫শ ৮৫ হেক্টরের মধ্যে একেবারে উচু জমির পরিমান ৪ হাজার ৬শ ৯০ হেক্টর। মাঝারি উচ জমির পরিমান ১৪ হাজার ৬শ ১০ হেক্টর, মাঝারি নিচু জমির পরিমান ৫ হাজার ৮শ ৬৯ হেক্টর, নিচু জমির পরিমান ৬ হাজার ১শ ৪৫ হেক্টর ও অতি নিচু জমির পরিমান ১ হাজার ২শ ৭১ হেক্টর। গড় হিসেবে নিচু জমির পরিমান ১৩ হাজার ২শ ৭৫ হেক্টর, মাঝারি জমির পরিমান ১৪ হাজার ৬শ ১০ হেক্টর। মোট জমির ১৩ শতাংশ হলো উচ শ্রেণির জমি। উল্লাপাড়ায় সবচেয়ে বেশি পরিমান জমিতে রবি ফসলের আবাদ হয়। সরকারি বিধি বিধানে যেকোন ভুমির শ্রেণি পরিবর্তনে সরকারি অনুমোদন নেয়া দরকার রয়েছে বলে জানা যায়। একজন জমির মালিককে ভুমির শ্রেণি পরিবর্তনে অর্থ্যাৎ সমতল ভুমির মাটি কাটা, কোন জলাশয় কিংবা পুকুর খনন, বসতবাড়ি নির্মানে নিজ ইউনিয়ন পর্যায়ে ভুমি অফিসের মাধ্যমে উপজেলা পর্যায়ে ভুমি অফিসের আবেদন করার বিধান রয়েছে বলে জানা যায়। এ আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন ভুমি অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে তদন্ত শেষে এর প্রতিবেদন উপজেলা ভুমি অফিসে পাঠানোর নিয়ম আছে। সেখানে উল্লাপাড়ায় ভুমির শ্রেণি পরিবর্তনে কোন বিধি বিধান মানা হচ্ছে না। জমির মালিকেরা তাদের ইচ্ছে মতো শ্রেণি পরিবর্তন করছে। উল্লাপাড়ায় কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি করে দেয়া হচ্ছে। কৃষকেরা বিভিন্ন প্রলোভনে তা বিক্রি করছে। উল্লাপাড়ার তেলকুপি, পাগলা, গোজা, শ্রীকোলা, ঘিয়ালা, রাজমান, বড়হর, বোয়ালিয়া, চড়ুইমুড়ি, চালাসহ বিভিন্ন এলাকার কৃষি জমি মাটি ব্যাপক হারে ইট ভাটায় কেটে নেয়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে গত ৮ ডিসেম্বর ইট ভাটা মালিকদেরকে কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ায় নিষেধাজ্ঞা জানিয়ে চিঠি দেয়। এরপরও তা বন্ধ হয়নি। উল্লাপাড়ার ইউনিয়ন পর্যায়ের ভুমি অফিস গুলোয় যোগাযোগ করে জানা গেছে, ভুমির শ্রেণি পরিবর্তনে কেউ কোন আবেদন করেনি। সরকারের ভুমি ব্যবহার নীতিমালায় জানা গেছে, কৃষি জমির টপসয়েল নষ্ট করা যাবে না। এছাড়া কোন কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করা যাবে না। কৃষি জমি কৃষি হিসেবেই রাখতে হবে। ভুমির শ্রেণি সহজেই পরিবর্তন করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ