ঢাকা ধামরাই প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে সুতি পাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পরিত্যাক্ত পানির ফ্যাক্টোরী ভিতর থেকে দুই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।এঘটনায় বালাম মোল্লা(৫৫) নামে এক নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার(৫ জানুয়ারি) দিন গত রাতে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন,মানিকগঞ্জ জেলার রাজামিয়া(৫০) ও বগুড়ার শহিদ মিয়া (৩৮)।
আটক বালাম মোল্লার দাবী শুক্রবার দিন গত রাতে ৮-১০ জন ডাকাত ফ্যাক্টোরী ভিতরে প্রবেশ করে ।তাদের দেখে আমি দৌড়ীয়ে ফ্যাক্টোরীর ভিতর থেকে বেরিয়ে আসি এবং আমার দুই সহকর্মীকে বেরহতে বললে তারা বেরহতে পারে নাই। তাদের ইচ্ছামত লোট করে নেয়।যাবার পথে আমার দুই সহকর্মীকে খুন করে পালিয়ে যায়।পরে সকালে আমি থানায় বিষয়টি অবহিত করি।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই)বাবলুশরীফ জানান,সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে ক্ষত বিক্ষত দুটি লাশ উদ্ধার করেছি।এঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য এক বালাম নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনা পরিকল্পিত বলে জানান তিনি।জিজ্ঞাসা বাদের পর জানা যাবে এ হত্যা কান্ডের সাথে কারা জরিত। লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।