বাগেরহাট প্রতিনিধি॥
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের বাগেরহাটের প্রাক্তন ছাত্রনেতা শাহরিয়ার হাসান সুলভের অকাল প্রয়াত তার দেখা অসম্পূর্ণ স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সুলভ স্বপ্ন সংসদ নামে একটি সংগঠন আতœপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সুলভ স্বপ্ন আতœপ্রকাশ অনুষ্ঠানে “বিশ^বাংলা নিখিল বাঙালী: অর্জন ও বিসর্জন” প্রতিপাদ্য বিষয়ে স্মারক বক্তৃতা দেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাস লেখক স্বরোচিষ সরকার। সুলভ স্বপ্ন সংসদ আতœপ্রকাশ অনুষ্ঠানে সুলভের পরিবারের পক্ষে বক্তব্য দেন তার-ই মেঝো ভাই পারভেজ হাসান। অনুষ্ঠান শেষে সুলভ স্বপ্ন সংসদের সভাপতি ফররুখ হাসান জুয়েল বলেন, অকাল প্রয়াত তরুণ মেধাবী সুলভের দেখা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পরিবার ও তার কাছের বন্ধুদের নিয়ে এই সংসদ যাত্রা শুরু করল। নতুন আতœপ্রকাশে যাওয়া এই সংসদ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেন কোন মেধাবি ছাত্র গরীববলে ঝরেনা পড়ে ।আতœপ্রকাশের প্রথম দিনে ই সুলভের স্বপ্ন কে বাচাতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজে অধ্যায়নরত দু’জন দরিদ্র মেধাবী ছাত্রকে শিক্ষাবৃত্তির টাকা তুলে দিয়েছে এই সংসদ। প্রতি বছর আমরা দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি দেব বলেও জানান। ওই সুলভ স্বপ্ন সংসদের সভাপতি ফররুখ হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রাক্তন অধ্যাপক কমল কুমার ঘোষ, অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সাংবাদিক এ্যাডভোকেট মোজাফফর হোসেন ও জাকির হোসেন প্রমূখ। সভাটি সঞ্চালন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বাকি বিল্লাহ।#