চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বাগেরহাটের ঐতিহ্যবাহী চিতলমারী দারুল-উলুম মাদ্রাসা ও এতিমখানায় ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। তিন দিন ব্যাপী এ ওয়াজ মাহফিলকে ঘিরে মাদ্রাসার পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে মাদ্রসা-মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ। এলাকার মুসলিম সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন আসছেন ওয়াজ মাহফিল শুনতে। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তাশরীফ আনবেন।
উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন শাইখুল হাদীস গওহরডাঙ্গা মাদ্রাসা’র আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আঃ রউফ।
এ ব্যাপারে দারুল-উলুম চিতলমারী মাদ্রাসা’র মুহতামিম আলহাজ্ব মাওলানা আঃ রহমান জানান, রবিবার থেকে আগামী তিনদিন ব্যাপী এ মাহফিল চলবে। প্রতিবছর এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ওয়াজ শুনতে আসেন।