সিরাজগঞ্জ প্রতিনিধি॥
লাখো মুসল্লির অশ্রুজল নয়নে আমিন-আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জ জেলা ইজতেমা। শনিবার বেলা ১২টার দিকে যমুনা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। এ সময় আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠে। দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ-শান্তি-সমৃদ্ধি মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোশারফ কোসেন। এর আগে ৪ জানুয়ারি শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। আর ৬ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হলো। উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে ইজতেমার শেষ দিনে আখেরী মোনাজাতে লাখো মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় আখেরী মোনাজাতে প্রায় ৫ লাখ মুসল্লিরা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। তাবলীগ জামাতের জেলা আমির মাওলানা মো. আব্দুর রশিদ জানান, সিরাজগঞ্জ আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত করিয়েছেন মাওলানা মো. মোশারফ সাহেব। আখেরী মোনাজাতে প্রায় ৫ লাখ মুসল্লির আগমন হয়েছিল। আল্লাহর রহমতে এ বছর ইজতেমার ময়দানে মুসুল্লিদের কোনো সমস্যা হয়নি। সহি ভাবে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সকল আনুষ্ঠানিকতা। এদিকে আগত মুসুল্লিদের স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য সিভিল সার্জন, পৌরসভা, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক মেডিকেল টিম অবস্থান করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সুপেয় পানি এবং টয়লেটিং ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এ জন্য আগত মুসল্লিসহ ইজতেমায় সহযোগীতা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।