ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা প্রথমপত্র
মো. কবির হোসেন সুজন, প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। পরীক্ষা খুবই সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্ধতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সব জায়গায় জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরিতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে অনুসরণ করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরি করা হয়। বহুনির্বাচনিতেও এর প্রভাব বেশি। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ তোমাদের মেধাভিত্তিক সম্পত্তি। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র থেকে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা মূলবই পড়ে উত্তর বের করে নেবে। আশা করি উপকৃত হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন হলো সব ঘটনার কেন্দ্রবিন্দু।
অধ্যায় : চতুর্থ: জ্ঞানমূলক প্রশ্ন:
১. অংশীদার কী?
২ অংশীদারী ব্যবসায় কী?
৩. অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি কী?
৪. কর্মী অংশীদার কী?
৫. অংশীদারী চুক্তি পত্র কী?
৬. সাধারণ অংশীদারী ব্যবসায় কী?
৭. সক্রিয় অংশীদার কী?
৮. সীমাবদ্ধ অংশীদার কী?
৯. আচরণে অনুমিত অংশীদার কী?
১০. অংশীদারী ব্যবসায়ের বিলোপ সাধন কী?
১১. নামমাত্র অংশীদার কী?
১২. চুক্তিবদ্ধ সম্পর্ক কী?
১৩. ঘুমন্ত অংশীদার কী?
১৪. বাধ্যতামূলক বিলোপসাধন কী?
১৫. পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ফলে কোন কারবারের সৃষ্টি হয়েছে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. .অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে কি বোঝায়?
২. কোনটি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি? আলোচনা কর।
৩. অংশীদারী কারবার নিবন্ধন না করার ফলাফল কী?
৪. সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায় বলতে কি বোঝায়?
৫. কিভাবে নাবালককে অংশীদার করা যায়?
৬. কোন কোন অবস্থায় আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে?
৭. অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বোঝায়?
৮. অংশীদারদের যোগ্যতা বলতে কি বোঝায়?
৯. ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় বলতে কি বোঝায়?
অধ্যায়: পঞ্চম: জ্ঞানমূলক প্রশ্ন:
১. কোম্পানি কী?
২. সাবসিডিয়ারি কোম্পানি কী?
৩. প্রাইভেট লি: কোম্পানিতে নূন্যতম পরিচালকের সংখ্যা কত?
৪. যৌথ মূলধনী কোম্পানি কী?
৫. প্রাইভেট লি: কোম্পানির সদস্য সংখ্যা কত জন?
৬. শেয়ার মূলধন কী?
৭. সসীম দায় কী?
৮. মূলধনের সীমাবদ্ধতার কারণে কোন কারবারের সৃষ্টি হয়?
৯. ন্যূনতম মূধধন কী?
১০. কোনটিকে কোম্পানির জম্ম সনদ বলা হয়?
১১. স্মারকলিপি কী?
১২. কোম্পানির প্রধান দলিল কোনটি
১৩. যোগ্যতাসূচক শেয়ার কী?
১৪. ক্ষমতা বহির্ভূত কাজ কী?
১৫. বিবরণ পত্র কী?
১৬. শেয়ার কী?
১৭. সাধারণ শেয়ার কী?
১৮. অগ্রাধিকার শেয়ার কী?
১৯. শেয়ার ওয়ানেন্ট কী?
২০. ঋণপত্র কী?
২১. খোলাঋণ পত্র কী?
২২. অবলেখক কী?
২৩. কৃত্রিম ব্যক্তিসত্ত্বা কী?
২৪. নিবন্ধিত কোম্পানি কী?
২৫. উদ্দেশ্য ধারা কী?
২৬. সাধারণ শেয়ার কী?
২৭. বায়িং হাউজ কী?
২৮. শেয়ার বাজার কী?
২৯. কল সেন্টার কী?
৩০. পরিশোধযোগ্য ঋণপত্র কী?
৩১. ক্ষুদ্র ঋণ কী?
৩২. সফটওয়্যার কী?
৩৩. যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করতে পারে?