সিরাজগঞ্জ প্রতিনিধি॥ ছেলের সঙ্গে ঝগড়া করে সোমবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন উল্লাপাড়ার মুনজিল তালুকদার (৫০)। তিনি উপজেলার নয়ানগাঁতী গ্রামের বাসিন্দা। মুনজিলের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে তার বড় ছেলের সঙ্গে ঝগড়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ছেলেকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেসে তুলে দেবার পর স্টেশনের পাশে ওই ট্রেনের নিচেই ঝাঁপ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। উল্লাপাড়া স্টেশন মাস্টার শামছুল আলম মুনজিল তালুকদারের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।