১০ জানুয়ারী, ২০১৮ ইং
কোন ধরনের সমস্যায় সিটি স্ক্যান ও এম.আর.আই ব্যবহার করা হয়
বিজ্ঞান সৃজনশীল মডেল প্রশ্ন
ড. মো. মনসুর আলী
প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
সময় ঃ ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান-৭০
যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাও ঃ ৭´১০=৭
১।
ক) অটোজম কাকে বলে? ১
খ) ‘জীব সৃষ্টির মূলে রয়েছে বিবর্তন’-ব্যাখ্যা কর। ২
গ) XX ও XY কিভাবে উত্পন্ন হয়-তা ব্যাখ্যা কর। ৩
ঘ) ছেলে বা মেয়ে জন্ম দেওয়ার জন্য বিষয়টি নির্ধারণ করে প্রকৃতি-তোমার উত্তরের পক্ষে বৈজ্ঞানিক যুক্তি দেখাও। ৪
২। কামাল সাহেবের বয়স ৫০ বছর। কয়েক বছর যাবত্ তিনি কাজ কর্মে ক্লান্তি অনুভব করেন, তার ঘন ঘন প্রশ্রাব হয়, জ্ঞান কমে যাচ্ছে। পরে তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে 3D এর কথা বললেন।
ক) কামাল সাহেবের রোগটির নাম কি? ১
খ) গর্ভধারণের জন্য শারীরিক পরিপূর্ণতা দরকার-ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকে রোগের লক্ষণগুলো লিখ। ৩
ঘ) রোগটি পরিপূর্ণ নিরাময় নয়, কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব-ব্যাখ্যা কর। ৪
৩। ফজিলা খাতুন তাদের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপর দিকে বাবু তার পানি বোতলজাত কারখানায় ও শিল্প তৈরি কারখানায় পানিকে জীবাণুমুক্ত করে ব্যবহার করেন।
ক) পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? ১
খ) পানির অপর নাম জীবন-ব্যাখ্যা কর। ২
গ) ফজিলা পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন? ব্যাখ্যা কর। ৩
ঘ) বাবু তার দুই কারখানায় কাজে ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত করেন কি-যুক্তিসহ মতামত দাও। ৪
৪। বাবুল ক্রিকেট খেলায় বল করতে গিয়ে মাটিতে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। কিছুক্ষণ পরে দাঁড়াতে গেলে সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে সিটি স্ক্যান ও এম.আর.আই পরামর্শ দেন।
ক) আলট্রাসনোগ্রাফী কি? ১
খ) কোন ধরনের সমস্যায় সিটি স্ক্যান ও এম.আর.আই ব্যবহার করা হয়। ২
গ) উদ্দীপকের প্রথম পরীক্ষাটি কিভাবে মানব শরীরে কাজ করে-তা ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকের দুটি পরীক্ষার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া এবং তা এড়ানোর কৌশল বর্ণনা কর। ৪
৫। রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চক্রবর্তী নদীর ধারের প্রকাশ্য শালকাঠ যার ভর ছিল 50kg এবং শাল কাঠটিতে তার ভাই মাখন লাল বসে থাকায় প্রথমে 3m/s2 ত্বরণে তার বন্ধুদের নিয়ে ঠেলতে শুরু করলো। পরে মাখনকে বল পূর্বক সরিয়ে দিয়ে আবার 12m/s2 ত্বরণে ধাক্কা দিল।
ক) ঘর্ষণ কাকে বলে? ১
খ) 50N বল বলতে কি বুঝ? ২
গ) মাখন লাল বসে থাকার ফলে যে ত্বরণ ঘটলো, সেই ত্বরণে কাঠটিতে প্রযুক্ত বল কত? ৩
গ) শাল কাঠের গুড়ি থেকে মাখনকে সরিয়ে ত্বরণের থেকে বল বেশী হবে গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৬। nCH2 = CH2
(-CH2-CH2-)n
ক) পলিমার কাকে বলে? ১
খ) মনোমার থেকে পলিমার হয়-ব্যাখ্যা
কর। ২
গ) উদ্দীপকের বিক্রিয়া থেকে কিভাবে বাণিজ্যিক বস্তু উত্পন্ন হয়-তা ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকের বিক্রিয়াটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ বর্ণনা কর। ৪
৭। অভ্র এর বান্ধবী কবিতা। তারা প্রায়ই ক্লাসে পাশাপাশি বসে। কবিতা বোর্ডের লেখা অস্পষ্ট দেখে। কিন্তু অভ্রের তা সমস্যা নেই। তাই কবিতা অভ্রের খাতা দেখে লেখে। পরে একদিন শিক্ষক তাকে ডেকে চোখের ডাক্তারের কাছে যেতে বললেন।
ক) লেন্সের ক্ষমতা কাকে বলে? ১
খ) চোখের অভিযোজন ক্ষমতা বলতে কি বুঝ? ২
গ) কবিতার চোখের ত্রুটি ব্যাখ্যা কর। ৩
ঘ) অভ্রের চশমার লেন্সের ফোকাস দূরত্ব কবিতার চোখের দূরবিন্দু সমান হলে, চোখের কোনো ত্রুটি থাকবে কিনা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। ৪
৮। রুবি শুষ্ক চুনের মধ্যে পানি ঢাললো। ফলে একটি নতুন X যৌগ উত্পন্ন হলো। উত্পন্ন X যৌগে নির্দেশক দিলে দ্রবণটি গোলাপী বর্ণ ধারণ করে। তারপর রুবি এতে H2SO4 যোগ করলো। ফলে Y যৌগ উত্পন্ন হলো।
ক) X যৌগের নাম লিখ? ১
খ) X যৌগের ২টি বৈশিষ্ট্য লিখ? ২
গ) X এর সাথে H2SO4 এর বিক্রিয়া বর্ণনা কর। ৩
ঘ)Y যৌগটি নিরপেক্ষ-ব্যাখ্যা কর। ৪
৯। ডঃ শফিক একজন মৃত্তিকাবিদ। গ্রামে গিয়ে তাদের কৃষি জমির মাটি পরীক্ষা করলো। তিনি তার মামাকে বেশী ফসল ফলানোর জন্য জমিতে জৈব সার ব্যবহার করতে বললেন।
ক) স্টোমাটা কাকে বলে? ১
খ) মাটির গঠন বলতে কি বুঝ? ২
গ) ডঃ শফিক মাটি পরীক্ষা করে যে সকল অজৈব উপাদান পেলেন তার বর্ণনা দাও। ৩
ঘ) দৈনন্দিন জীবনে ডঃ শফিক এর পরীক্ষাকৃত উপাদানটির প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১০) মনিদের বাসার ভাড়াটিয়া100W এর ৫টি বাল্ব জ্বালাতো, ফলে বেশী বিল আসতো। তাই মালিক তাকে 30W এর এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে বললেন। বাল্ব গুলি ১০ ঘন্টা চলতো এবং প্রতি ইউনিটের মূল্য ৫টাকা।
ক) BOT কাকে বলে?
খ) সিস্টেম লস বলতে কি বুঝ?
গ) মনিদের বাসার 100W বাল্বের মে মাসের বিল তৈরি কর?
ঘ) মনিদের বাসায় 100W পরিবর্তে 30W বাল্ব ব্যবহার করলে কত টাকা সাশ্রয় হবে।
১১) টিকিত্সার ক্ষেত্রে X যন্ত্রটি স্ত্রী প্রজনন তন্ত্রের টিউমার শনাক্ত করতে পারে। আবার Y যন্ত্রটি এ রোগটি শনাক্তকরণের ছবিকে আরো স্পষ্ট করতে পারে।
ক) X ray কি?
খ) হাড়ের ক্ষয় শনাক্তকরণে X ray
ব্যবহার করা হয় কেন?
গ) X যন্ত্রটি কিভাবে কাজ করে তা লিখ?
ঘ) X যন্ত্র অপেক্ষা Y যন্ত্রটি উত্তম , তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও।